রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের ৬ মাসে কাজের অনুমতি

আশ্রয় আবেদন অফ্প্রাতে নিবন্ধনের তারিখ হইতে ৬ (ছয়) মাসের মধ্যে যদি অফ্প্রা কোন সিদ্ধান্ত নিতে না পারে এবং এ জন্য যদি আবেদনকারী দায়ী না থাকে সেক্ষেত্রে তাকে কাজের অনুমতি দেয়া যেতে পারে এবং এক্ষেত্রে বিদেশী কর্মী সংক্রান্ত সাধারন আইন অনুসরন করা হবে। ১লা মার্চ ২০১৯ এর আগে যাদের আবেদন নিবন্ধন হইছে, তাদের পুর্বের আইনে ৯ মাস হিসেব করা হবে। নিবন্ধনের তারিখ অফ্প্রার রিকুতে পাবেন।

আশ্রয় আবেদন অফ্প্রাতে নিবন্ধনের তারিখ হইতে ৬ (ছয়) মাসের মধ্যে যদি অফ্প্রা কোন সিদ্ধান্ত নিতে না পারে এবং এ জন্য যদি আবেদনকারী দায়ী না থাকে সেক্ষেত্রে তাকে কাজের অনুমতি দেয়া যেতে পারে এবং এক্ষেত্রে বিদেশী কর্মী সংক্রান্ত সাধারন আইন অনুসরন করা হবে। ১লা মার্চ ২০১৯ এর আগে যাদের আবেদন নিবন্ধন হইছে, তাদের পুর্বের আইনে ৯ মাস হিসেব করা হবে। নিবন্ধনের তারিখ অফ্প্রার রিকুতে পাবেন।

আশ্রয় আবেদনকারী যিনি চাকুরী পাবেন তিনি পেশাগত প্রশিক্ষণ (formation professionnelle) ও গ্রহণ করতে পারবেন। CNDA তে আপীল চলাকালীন সময়েও আবেদন করা যাবে, সেক্ষেত্রে আপনার নিকট নবায়নকৃত attestation de demande d’asile থাকতে হবে।

১লা এপ্রিল ২০২১ থেকে মালিকরা সরাসরি অনলাইনে চাকুরীর আবেদন করবেন নিচের লিংকে ঢুকেঃ

https://administration-etrangers-en-france.interieur.gouv…

১লা এপ্রিল ২০২১ থেকে অনলাইন সিষ্টেম চালু হওয়ায় নিচের পদ্ধতিতে আর কাজ হবে না।

ফাইল আপনার এলাকার (Département) কাজ বা থ্রাভাই অফিস বা DIRECCTE এ পাঠাতে হবে। ফাইল পাঠাবে চাকুরীদাতা, আবেদনকারী নয়।

আশ্রয়প্রার্থীদের চাকুরীর কন্ট্রা‌ক্ট শেষে পোল অম্পলোয়াতে নিবন্ধন করার অধিকার আছে, ফর্মেশনের ব্যাপারে পোল অম্পলোয়ার সাথে কথা বলুন।

আশ্রয়প্রার্থীদের চাকুরীর অনুমতির ব্যাপারে প্রিফেকচারগুলি তাদের নিজের মত সিদ্ধান্ত নেয়। যেমনঃ নন্তের খুব সহজেই দিয়ে দেয়, প্যারিস দিতেই চায় না। কিছুদিন আগে প্যারিস একজনকে রিজেক্ট দিছে এই বলে যে,-

তুমি ৩ বার পোল অম্প্লয়াতে বিজ্ঞপ্তি দাও নাই, এবং এই সেক্টরে এই ডিপার্টমেন্টে ১১,০০০ এর অধিক লোক চাকুরী খূজছে, অথচ চাকুরীর অফার আছে মাত্র ৭,০০০। সেক্ষেত্রে আগে ফরাসী বা বৈধদের নিয়োগ দিতে হবে, বিদেশী না।

ইভ্লিন বা ভার্সাই প্রিফেকচারের কাগজে লেখা নিন্মরুপঃ

মালিক একট প্রমেস্ দ্যো অমবুশ বা চাকুরীর প্রতিশ্রুতি দিবে যাতে প্রস্তাবিত পদের প্রকৃতি, মাসিক ‌কত ঘন্টা কাজ, মাসিক ব্রুট বেতন লেখা থাকতে হবে। সাথে রিসিপিস নিয়া গেলে একই দিনে চাকুরীর অনুমতি দিবে এবং প্রতি নতুন রিসিপিসিতে এটা নবায়ন করতে হবে। প্রিফেকচারে না, কাজ অফিস বা DIRECCTE এ যেতে হবে আপনার ডিপার্টমেন্ট এর…

Attention ! il ne faut pas changer d’entreprise ; l’autorisation de travail n’est valable que pour le contrat de travail que vous avez présenté à la préfecture.

À la fin de votre contrat (CDD, intérim) ou en cas de perte involontaire de votre travail (licenciement), vous avez droit:

  • à vous inscrire à Pôle emploi ;
  • à bénéficier, éventuellement, d’une formation professionnelle (voir avec Pôle emploi).
পোস্ট শেয়ার করুন:

এই সম্পর্কিত পোস্ট

ফ্রান্সে রাজনৈতিক আশ্রয় ও অভিবাসন বিষয়ে উকিলের তথ্য

এই তথ্য কৃতজ্ঞতাসহ “ফ্রান্সে রাজনৈতিক আশ্রয় ও অভিবাসন” থেকে সংগ্রহ করা হয়েছে। এখানে ১৯ জন উকিলের যোগাযোগের বিস্তারিত এবং তাদের

আরও পড়ুন

আমার রিফুজি আবেদন প্রত্যাখ্যান হয়েছে, ফ্রান্সে অবৈধভাবে অবস্থান করছি: আমার সামাজিক অধিকারগুলো কী?

চিকিৎসা সহায়তা (AME) আপনার রিফুজি আবেদন প্রত্যাখ্যান হলে এবং আশ্রয় প্রক্রিয়ার সময় যদি আপনার কাছে সলিডারিটি কমপ্লিমেন্টারি ইন্স্যুরেন্স (CSS) থাকে,

আরও পড়ুন

ফ্রান্সে বাংলাদেশি আশ্রয়প্রার্থীদের যাত্রা: একটি বিশ্লেষণ

বাংলাদেশি আশ্রয়প্রার্থীদের ফ্রান্সে যাত্রা একটি জটিল বিষয়, যা বাংলাদেশের রাজনৈতিক এবং সামাজিক পরিস্থিতির পাশাপাশি ফ্রান্সের অভিবাসন নীতির পরিবর্তনের দ্বারা প্রভাবিত

আরও পড়ুন

এসাইলামের আবেদন লিখুন!

আপনার প্রয়োজনীয় তথ্য দিয়ে দ্রুত, সহজ এবং নির্ভুল আবেদন তৈরি করুন। আপনার আবেদনটি তৈরি করতে আমাদের টুলে ক্লিক করুন!