ফ্রান্সে বৈধভাবে চাকুরী করার জন্য যা লাগবে

এরপর মালিকরা কাজের অনুমতি সহ কার্ড বা রিসিপিসি না থাকলেও শুধুমাত্র সিকিউরিটি সোশ্যাল নাম্বার উরফে CMU এর উপর ভিত্তি করে নিয়োগ দেয়, তবে এটা মালিকের জন্য মারাত্নক ঝঁকিপুর্ণ। সেক্ষেত্রে ধরা পড়লে কয়েক হাজার ইউরো জরিমানা দিতে হয় + রেষ্টুরেন্ট কয়েক দিন বন্ধ থাক‌ে। পরে আবার জরিমানার কাগজ পাঠায় যে কাজের অনুমতিহীন ও কাগজহীন কর্মীর দেশে ফেরৎ পাঠানোর টাকাও মালিকের পরিশোধ করতে হবে।

ফ্রান্সে সম্পুর্ণ বৈধভাবে চাকুরী করার জন্য কিছু ব্যতিক্রম ছাড়া অবশ্যই নিন্মোক্ত দুইটা ডকুমেন্ট লাগবেঃ

১/ কাজের অনুমতি সহ কার্ড বা রিসিপিসি বা ভীসা VLS-TS

২/ সিকিউরিটি সোশ্যাল নাম্বার উরফে CMU

তবে প্রথমে সবাইকেই একটা সাময়িক সিকিউরিটি সোশ্যাল নাম্বার দেয়া হয়, যা দিয়ে এ্যাকাউন্টেন্টরা সাধারণত নিয়োগ দিতে চায় না‌।

এরপর মালিকরা কাজের অনুমতি সহ কার্ড বা রিসিপিসি না থাকলেও শুধুমাত্র সিকিউরিটি সোশ্যাল নাম্বার উরফে CMU এর উপর ভিত্তি করে নিয়োগ দেয়, তবে এটা মালিকের জন্য মারাত্নক ঝঁকিপুর্ণ। সেক্ষেত্রে ধরা পড়লে কয়েক হাজার ইউরো জরিমানা দিতে হয় + রেষ্টুরেন্ট কয়েক দিন বন্ধ থাক‌ে। পরে আবার জরিমানার কাগজ পাঠায় যে কাজের অনুমতিহীন ও কাগজহীন কর্মীর দেশে ফেরৎ পাঠানোর টাকাও মালিকের পরিশোধ করতে হবে।

অনেকে বলে থাকেন যে, সিকিউরিটি সোশ্যাল নাম্বার উরফে CMU এর উপর ডিক্লেয়ার হয়, এই কথাটার কি অর্থ আমি জানি না। তবে, একজন মালিককে তার কর্মীর জন্য অবসর, চিকিৎসা, সামাজিক সুবিধা, বাসা ইত্যাদি বিভিন্ন ফান্ডে চাঁদা দিতে হয় নিয়মিত, যেটা চাকুরীজিবীর সিকিউরিটি সোশ্যাল নাম্বারের মাধ্যমে এই সমস্ত ফান্ড চলে যায়। তাই কাগজঅলা বা কাগজ ছাড়া, চাকুরী করতে হলে সবারই সিকিউরিটি সোশ্যাল নাম্বার জমা দিতে হবে।

সাময়িক ও স্থায়ী সিকিউরিটি সোশ্যাল নাম্বারঃ

সিকিউরিটি সোশ্যাল এর নিজের কথাঃ‌ সাময়িক নাম্বার আর স্থায়ী নাম্বারের একই অধিকার, যদিও ameli এর ইন্টারনেটে ঢুকা যায় না কিংবা ভিতাল কার্ড হয়তোবা তৈরী হয় নাই। তাই এটা কোন চাকুরী প্রত্যাখ্যান এর কারণ নয়।

সিকিউরিটি সোশ্যাল এর নিজের কথাঃ

সাময়িক নাম্বার আর স্থায়ী নাম্বারের একই অধিকার, যদিও ameli এর ইন্টারনেটে ঢুকা যায় না কিংবা ভিতাল কার্ড হয়তোবা তৈরী হয় নাই। তাই এটা কোন চাকুরী প্রত্যাখ্যান এর কারণ নয়।

Le numéro de sécurité sociale provisoire vous donne les mêmes droits qu’un numéro permanent (bien que le compte ameli ne soit pas accessible et qu’aucune carte Vitale ne puisse être créée).

Ce n’est donc pas un motif de refus pour un emploi.

সিকিউরিটি সোশ্যাল নাম্বারের কোন সংখ্যা দ্বারা কি বুঝায়?

যদি ‘১’ পুরুষ হয়, আর ‘২’ মহিলা হয়, তাহলে বিদেশী যাদের সংখ্যা ‘৭’ দিয়ে শুরু, তারা কি পুরুষ বা মহিলা নয় ?

তাইলে তারা কি ? রাজনৈতিক আশ্রয়প্রার্থী।

আশ্রয় পাবার পর, অফ্প্রার জন্মসনদপত্র পেলেই তারা পুরুষ বা নারীর মর্যাদা পাবে, তার আগে এরা বিদেশী।

কেন রিটায়ারমেন্ট এর ফর্মে বাধ্যতামুলকভাবে যাদের সংখ্যা ১ বা ২ দিয়ে শুরু হয়, তাদের সংখ্যাই বসাতে হবে?

তার মানে কি যাদের স্থায়ী নাম্বার নাই, তারা রিটায়ারমেন্ট ফান্ডে টাকা দিয়াই যাবে, কিন্তু কোন রিটার্ন পাবে না ?

রিটায়ারমেন্ট এর ফর্মটা অটোমেটিক আসে, উপরেই বলা আছে, তুমি একটি চাকুরী করেছো। এটা কম্পিউটার সিষ্টেম থেকে অটো বের হয়। আমি যতটুক জানি এসেডিক এর টাকার একটা অংশও রিটায়ারমেন্ট ফান্ড যায়। তাই, এই চিঠিটা অটোমেটিক সবার নিকট আসে।

নিচে * দিয়ে বলা হইছে, যদি আপনার জন্ম বিদেশে হয় এবং আপনি যদি আপনার সিকিউরিটি সোশ্যাল নাম্বার না জানেন তাহলে আছারমন্তেঁ অনুবাদক দ্বারা অনুবাদকৃত আপনার জন্ম সনদ + একটি আইডি, যেমনঃ আইডি কার্ড, পাসপোর্ট, বিদেশী আইডি কার্ড এই ফর্মের সাথে জমা দিবেন।

বিদেশী আইডি কার্ড বলতে বাংলাদেশ এর জাতীয় পরিচয় পত্র আছারমন্তেঁ অনুবাদসহ জমা দিলে কাজ হতে পার এবং পাসপোর্ট দেয়ার তুলনায় ইহা নিরাপদ।

পোস্ট শেয়ার করুন:

এই সম্পর্কিত পোস্ট

ফ্রান্সে রাজনৈতিক আশ্রয় ও অভিবাসন বিষয়ে উকিলের তথ্য

এই তথ্য কৃতজ্ঞতাসহ “ফ্রান্সে রাজনৈতিক আশ্রয় ও অভিবাসন” থেকে সংগ্রহ করা হয়েছে। এখানে ১৯ জন উকিলের যোগাযোগের বিস্তারিত এবং তাদের

আরও পড়ুন

আমার রিফুজি আবেদন প্রত্যাখ্যান হয়েছে, ফ্রান্সে অবৈধভাবে অবস্থান করছি: আমার সামাজিক অধিকারগুলো কী?

চিকিৎসা সহায়তা (AME) আপনার রিফুজি আবেদন প্রত্যাখ্যান হলে এবং আশ্রয় প্রক্রিয়ার সময় যদি আপনার কাছে সলিডারিটি কমপ্লিমেন্টারি ইন্স্যুরেন্স (CSS) থাকে,

আরও পড়ুন

ফ্রান্সে বাংলাদেশি আশ্রয়প্রার্থীদের যাত্রা: একটি বিশ্লেষণ

বাংলাদেশি আশ্রয়প্রার্থীদের ফ্রান্সে যাত্রা একটি জটিল বিষয়, যা বাংলাদেশের রাজনৈতিক এবং সামাজিক পরিস্থিতির পাশাপাশি ফ্রান্সের অভিবাসন নীতির পরিবর্তনের দ্বারা প্রভাবিত

আরও পড়ুন

এসাইলামের আবেদন লিখুন!

আপনার প্রয়োজনীয় তথ্য দিয়ে দ্রুত, সহজ এবং নির্ভুল আবেদন তৈরি করুন। আপনার আবেদনটি তৈরি করতে আমাদের টুলে ক্লিক করুন!